নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: নদীয়ার নাকাশিপাড়া থানা এলাকার বেথুয়া ডহরি রামেশ্বর পল্লী শিশুশিক্ষা কেন্দ্রের মিড ডে মিলের চালে পোকা পাওয়ায় উত্তেজিত হয়ে পড়েন অভিভাবকরা। এরপর ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে শিক্ষিকা এবং সহায়িকাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। তাদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস স্কুল ছিল বন্ধ।
তার পাশাপাশি অনিয়মিত শিক্ষিকারা এই স্কুলে আসা যাওয়া করে থাকেন। অধিকাংশ দিনের মিড ডে মিলের পাতে বাচ্চাদের পাতে পড়েনা ডিম। এমনকি মিড ডে মিলের খিচুড়িতে দেওয়া হয় না কোনরকম সবজিও। আজ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়াদের অভিভাবকরা দেখতে পায় মিড ডে মিলের চালে রয়েছে প্রচুর পরিমাণে পোকা। যা শিশু খাদ্যের অযোগ্য।
এইসব অভিযোগ তুলেই স্কুলের ক্লাসরুমে ঢুকিয়ে মিড ডে মিলের সহায়িকা এবং শিক্ষিকাকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়ার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।