নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ১১,এপ্রিল :: বেপরোয়া গতিতে চারচাকা গাড়ি ঢুকলো নার্সারিতে। শুক্রবার ভোরে পথ দুর্ঘটনা দুর্গাপুরের হোস্টেল এভিনিউতে।এলাকায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। জানা গেছে দুর্গাপুর থানার লালা লাজপত রায় রোড ধরে প্রচন্ড গতিতে হোস্টেল এভিনিউয়ের দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি।
হোস্টেল এভিনিউয়ের রোটারিতে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ফুলের নার্সারির ভেতর ঢুকে যায় গাড়িটি। গাড়িটি উল্টে যায়। হতাহতের তেমন কোন খবর নেই। এই ঘটনা জানাজানি হতেই সকাল থেকে ভিড় জমে এলাকায়। পৌছায় দুর্গাপুর থানার পুলিশ। ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাড়ির চালক বেনাচিতির বাসিন্দা বলেই জানা গেছে।