নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ২৫,মার্চ :: বেলগাছিয়া ভাগাড় নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার বেলগাছিয়া ভাগাড়ে আসেন ফিরহাদ। সেখানকার সাইট অফিসে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে ছিলেন জেলাশাসক পি দিপাপ্রিয়া, নগরপাল প্রবীণ ত্রিপাঠী, বিধায়ক কল্যাণ ঘোষ, গৌতম চৌধুরি, হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী সহ আরও অনেকে। বৈঠকের শেষে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, বেলগাছিয়া ভাগাড়ে জমে থাকা আবর্জনা কেটে দ্রুত পরিস্কার করা হবে।রোজ ৮০টি গাড়ি করে এখানকার আবর্জনা অন্যত্র নিয়ে যাওয়া হবে। নতুন করে আর এখানে আবর্জনা আর ফেলা হবে না। নিকাশি নালা নতুন করে কংক্রিটের তৈরি করা হবে। এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হবে। তাদের অন্যত্র নতুন করে বাড়ি করে দেওয়া হবে।
সমীক্ষা চলছে। এখানে নতুন ভ্যাট তৈরি করা যাতে না হয় তার জন্য এখানটা সাফ করে দেওয়া হবে। অবৈজ্ঞানিকভাবে ভাগাড় গড়ে ওঠায় এই বিপত্তি। জলের সমস্যার সমাধান হয়েছে।