বেলঘরিয়ায় ইডির আধিকারিকদের রাতের মেনু জন্য ২৭০ পিস রুটি, মটর পনির,মিক্স ভেজ

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় । এর আগে অর্পিত একটি ফ্ল্যাটে প্রোম্ হানাদিয়ে সেখান থেকে উদ্ধার হয় প্রায় ২২ কোটি নগদ টাকা এবং প্রায় ৭৯ লক্ষ টাকার সোনার গহনা এবং উল্লেখযোগ্য পরিমান বিদেশী মুদ্রা ।

এর পরেই তাদের নিজেদের হেপাজতের জন্য আবেদন করেন ইডি আধিকারিকরা এবং বিচারক তা মঞ্জুরও করেন । এর পরে গতকাল দুপুর নাগাদ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার আবাসনের দুটি ফ্ল্যাটে হানা দেয় ইডির অফিসারেরা ।

তাঁরা বি- ২ ফ্ল্যাটটি সিল করে দেন এবং অপর ফ্ল্যাটে হানা দিয়ে পেয়ে যান আর একটি টাকার পাহাড় । এটি আরও বড়ো পাহাড় । এখান থেকে উদ্ধার হয় প্রায় ২৯ কোটি টাকা এবং তিন কেজি সোনা যার বাজার মূল্য প্রায় দুকোটি টাকা ।

বেলঘরিয়া রথ তলা সংলগ্ন ক্লাবটাউন আবাসনে ইডির আধিকারিকেরা অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত সূত্রের খবর প্রায় ৩৫ কোটি টাকা উদ্ধার করেছে ।পাশাপাশি দুপুর থেকে রাত গড়িয়ে গেছে এখনো পর্যন্ত ইডির আধিকারিকেরা টাকার মেশিনে টাকা গূনেই চলেছেন ।

আবাসনের পার্শ্ববর্তী একটি হোটেল থেকে ইডির আধিকারিকরা রাতের মেনুর জন্য ২৭০ পিস রুটি, মটর পনির,মিক্স ভেজ এবং দুপুরের মেনুতে রুটি এবং তড়কা আনিয়েছেন, এমনটাই জানালেন হোটেল বিক্রেতা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 3 =