নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: ১২ই,এপ্রিল :: বনগাঁ দক্ষিণ বিধানসভার অধীন পাল্লা গ্রাম পঞ্চায়েতের বেলতা গ্রামের ঘটনা। বেলতা প্রাইমারি স্কুলের সামনে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের তরফে রাস্তা অবরোধ করে স্কুলের সামনে বিক্ষোভ৷
অভিযোগ স্থানীয় বিধায়ক স্বপন মজুমদার এমএলএ ফান্ড থেকে বেলতা প্রাইমারি স্কুলকে একটি ডিজিটাল ক্লাসরুম করার জন্য বেশ কিছু টাকা অনুমোদন করে। অভিযোগ বিজেপি বিধায়কের দেওয়া সেই টাকা কাজে লাগাচ্ছে না স্কুলের সভাপতি সহ স্কুল কর্তৃপক্ষ৷ স্কুলের ডিজিটাল ক্লাসরুম করতে হবে,এমএলএ ফান্ডের অনুমোদন করা ওই টাকা ফেরত পাঠানো যাবে না, এই দাবি তুলে রাস্তা অবরোধ করা হয়।