নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেলমুড়ি(হুগলি) :: শনিবার ২২,ফেব্রুয়ারি :: বেলমুড়ি স্টেশন রেলগেটের কাছে রেল লাইনে ফাটল! দাঁড়িয়ে পড়ল ব্যাঙ্গালোর থেকে গৌহাটি গামী এক্সপ্রেস ট্রেন। ব্যাঙ্গালোর থেকে ডানকুনি হয়ে হাওড়া-বর্ধমান কর্ড লাইন ধরে গৌহাটি ফিরছিল আপ ট্রেনটি।
কর্ড লাইনে হুগলির বেলমুড়ি স্টেশন পেরোনোর পর রেল গেট পেরোতেই ট্রেনটির নড়াচড়ায় চালক বিপদের আঁচ পান। গাড়ি দাঁড়িয়ে যেতে গেটম্যান এগিয়ে এসে দেখেন লাইনের একটি অংশ ভাঙা। এরপর গেটম্যান মারফত বিষয়টি রেলের আধিকারিকেরা জানতে পারেন।তারপরেই আপ লাইনে সিগনাল রেড করে দেওয়া হয়।
ঘটনায় ১২৫০৯ আপ এসএমভিটি(ব্যাঙ্গালোর) গৌহাটি এক্সপ্রেস প্রায় ঘন্টাখানেক সেখানে দাঁড়িয়ে পড়ে। ঘটনায় কর্ড লাইনে অন্যান্য ট্রেন চলাচলও ব্যাহত হয়। পরে যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতের করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।