সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: জানুয়ারি ২৪,শুক্রবার :: অনেকেরই আক্ষেপ ছিল এবার কনকনে ঠান্ডা অনুভূত হবে না। জানুয়ারি মাসের শুরুর কয়েক দিন বেশ ভালো ঠান্ডা অনুভূত হলেও তারপর উধাও ছিল। ভোরের দিকে ও রাতের দিকে ঠান্ডা অনুভব হলেও বেলার দিকে কিন্তু সেই ভাবে ঠান্ডা অনুভুত হচ্ছিল না।
তবে গতকাল থেকে আবহাওয়ার পরিবর্তন, আবার ফিরলো কনকনে ঠান্ডা। গোটা উত্তরবঙ্গ জুড়ে শীতের দাপট । পাহাড় থেকে সমতল কনকনে ঠান্ডায় কাঁপছে। এক ধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা অনেকখানি নিচে নেমে গেছে পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রার ও পতন ঘটেছে।
এদিন সকাল থেকেই শহর শিলিগুড়ি ছিল কুয়াশায় আচ্ছন্ন। বেলা বাড়লেও কুয়াশা চাদর সরেনি শহর থেকে। পাশাপাশি উত্তরে হাওয়া , অনেককেই দেখা গেল কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতে রাস্তার ধারে আগুন পোহাতে ।