সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ২১,জানুয়ারি :: শীত যেন আরো জাকিয়ে বসেছে শিলিগুড়িতে, এদিন ভোরের আরমোড়া ভাঙ্গেনি শহরে। বেলা বাড়লেও রোদের দেখা প্রায় পাওয়াই যায়নি। গোটা শহর জুড়ে কুয়াশার দাপট। এদিন সকাল থেকেই শহর জুড়ে শুধু কুয়াশা। কুয়াশার চাদরে আচ্ছন্ন গোটা শহর।
বিগত দিনগুলিতে সূর্যের কিঞ্চিত দেখা মিললেও এদিন একেবারেই রোদের দেখা মিলেনি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ১০ ডিগ্রিতে, কুয়াশার সাথে সকাল থেকেই ছিল উত্তরে হওয়ার দাপট। পাহাড়ের সাথে পাল্লা দিয়ে তাপমাত্রার নামার কাউন্টডাউন উত্তরবঙ্গের সমতলবর্তী এলাকাগুলিতে বাদ যায়নি শিলিগুড়িও।
ঠান্ডার কারণে এদিন সকাল থেকেই রাস্তায় লোক সংখ্যা ছিল খুবই কম। দোকান বাজারগুলিতে সেই ভাবে লোকের আনাগোনা চোখে পড়েনি। অনেকেই আবার রবিবার ছুটির দিন শীতের আমেজ উপভোগ করতে পিকনিক করতে ডুয়ার্সে গেছেন কিংবা পাহাড়ে।