নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ২২,জুলাই :: ওভারহেডের তার ছিঁড়ে পড়ে ট্রেনের ভেন্ডার কামরার উপর। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন যাত্রীরা। এই ঘটনায় বেলুড়-লিলুয়ার মাঝে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিকেল ৩টে ৫০ মিনিট নাগাদ বেলুড়-লিলুয়ার মাঝে ডাউন লাইন দিয়ে যাচ্ছিল আপ ব্যান্ডেল লোকাল । বেলুড় ঢোকার আগেই পঁচিশ হাজার ভোল্টের তার ছিঁড়ে পড়ে ট্রেনের প্রথম দিকের ভেন্ডার কামরার উপর। প্রচন্ড শব্দে বিস্ফোরণের সঙ্গে আগুন জ্বলতে থাকে।
কামরার যাত্রীরা ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। পাশের কামরা থেকে একইভাবে ঝাঁপ দেন মহিলা যাত্রীরা। লাফিয়ে নামায় আঘাত পান অনেক যাত্রী।
সঙ্গে সঙ্গে ডাউন লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আটকে পড়ে মেন ডাউন লাইন। লাইনে কাজ চলছে পরিস্থিতি স্বাভাবিক হয়নি।