বেলুড় একটি নবনির্মিত বহুতল একদিকে হেলে যাওয়ার জন্য আতঙ্কিত পাশের বাড়ির লোকজন।

নিজস্ব সংবাদদাতা  :: সংবাদ প্রবাহ :: বেলুড় :: শনিবার ৫,অক্টোবর :: বেলুড় একটি নবনির্মিত বহুতল একদিকে হেলে যাওয়ার জন্য আতঙ্কিত পাশের বাড়ির লোকজন। এই আতঙ্কের জন্য রাস্তায় বসে থাকতে হচ্ছে এলাকাবাসীদের। বেলুড়ের রাজেন শেঠ লেনের বে আইনি নির্মিয়মান বহুতল হেলে পড়ল একপাশে। ওই বহুতলের বেশ কয়েকটি ফ্ল্যাটে বাস করেছিলেন কয়েকটি পরিবার। তাঁদের সরানো হচ্ছে অন্যত্র।

অভিযুক্ত প্রমোটারের খোঁজ নেই। গত পাঁচবছর ধরে চিলতে একফালি জমিতে পাঁচতলা বাড়িটি তৈরি করছিল শাহীদ নামের এক প্রমোটারে। পাশে কলোনির বাসিন্দারা কোনও দিকে ছাড় ছাড়াই বে আইনিভাবে বহুতল নির্মাণের প্রতিবাদ করে আসছিলেন প্রথম থেকেই।

কিন্তু তাঁদের আপত্তিতে কান দেয়নি কেউ। গতরাতে বাড়িটি একপাশে হেলে পড়লে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। এলাকায় বেলুড় থানার পুলিশ। বালি পুরসভার আধিকারিকরাও এসেছেন। এসেছে বিপর্যয় মোকাবিলার লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + sixteen =