নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেলুড় :: আজ মহাষ্টমীর সকালে বেলুড় মঠে অষ্টমী বিহিত পূজা চলছে। এরপর হবে কুমারী পূজা। গত ২ বছর কোভিড পরিস্থিতিতে বেলুড় মঠের কুমারী পুজোয় সাধারণ ভক্ত দর্শনার্থীদের প্রবেশাধিকার ছিলনা। ওই সময় অতিমারীর কারণে পূজা এবং আনুষঙ্গিক ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তনও করা হয়েছিল।
তবে, এবার আর সেই পরিস্থিতি নেই। তাই এবার সাধারণ ভক্ত দর্শনার্থীদের মঠে অবাধ প্রবেশাধিকার রয়েছে। স্বামী বিবেকানন্দ ১৯০১ সালে বেলুড় মঠে কুমারী পূজা শুরু করেছিলেন। সেই রীতি মেনেই বেলুড় মঠের সন্ন্যাসীরা মহাষ্টমীর দিন কুমারীকে দেবী হিসেবে উপাসনা করেন।