নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ১৩,ডিসেম্বর :: বেলেঘাটা,বারোয়ারিতলা সমাজসেবী কেশব পাত্রর তারা মা -এর পুজো।কেশব পাত্র তারাপীঠ থেকে মা এর আশীর্বাদে এই পুজোর শুরু করেছিলেন, এই বছর দ্বিতীয়তম তারা মা -এর পুজো হলো।ঝা চক চকে তারা মা -এর পুজো, বিশাল আয়োজন ভোগ খাওয়া দাওয়া,ঢাক সাথে সানাই বাজিয়ে পুজো।

কেশব পাত্রর পুজো তে একঝাক তারাদের মেলা এসছেন অভিনেতা তথা বিধায়ক চিরঞ্জিত, সিরিয়াল অভিনেত্রী মিষ্টি,রাজা গজার বিখ্যাত অভিনেতা সেই রাজা নিমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিল।