নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: শুক্রবার ১,নভেম্বর :: আবাস যোজনার পাকা ঘর থেকে বঞ্চিত প্রায় ২০টি পরিবার।এরপাশাপাশি বেশ কয়েকটি পরিবারের কাছ থেকে পাকা ঘর দেওয়ার নাম করে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ।আর এই চিত্র দেখা যাচ্ছে মুর্শিদাবাদের ভগবানগোল-২ ব্লকের খড়িবোনা পঞ্চায়েতের আলাইপুর গ্রামে।
এলাকাবাসীদের অভিযোগ,তাদের পাকা বাড়ি নেই।তাই তাদেরকে কাচা বাড়িতে বসবাস করতে হচ্ছে। পাটকাঠি,বাঁশ, টিন বা টাল দিয়ে তারা বাড়ি বানিয়েছে।কিন্তু বর্ষাকালে টাল বা টিনের ফুটো দিয়ে ঘরের মধ্যে জল পড়ে। বার বার সরকারি দপ্তর বা জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানিয়েও কোনো লাভ হয় নি।
এলাকবাসীদের মধ্যে আবার কারো কারো দাবি,তাদের আবাস যোজনার পাকা বাড়ি দেওয়ার নাম করে টাকা চাওয়া হচ্ছে।সার্ভে করতে এসেও টাকা চাওয়া হচ্ছে। যদিও এই রকম অভিযোগ সম্পর্কে তিনি এখনো কিছু জানেন না বলে দাবি করেছেন বর্ণালী খাতুন বিবি।