বেসরকারি বাসের মধ্যে অচৈতন হয়ে পড়া এক মহিলাকে মঙ্গলবার রাতে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলো স্থানীয়রা

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বেসরকারি বাসের মধ্যে অচৈতন হয়ে পড়া এক মহিলাকে মঙ্গলবার রাতে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ব্যবস্থা করলো রথবাড়ি এলাকার স্থানীয় কিছু মানুষজন । স্থানীয় সূত্রে জানা যায় ওই মহিলার নাম ওয়াদা বেওয়া বয়স ৩২ বছর । তার বাড়ি কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায় ।

জানা যায় অসুস্থ ওই মহিলা তার দিদির বাড়ি গাজোল থেকে একটি বেসরকারী বাসে করে তার বাড়ি কালিয়াচক যাচ্ছিলেন । যাওযার পথে রথবাড়ি এলাকায় বাসের মধ্যে অচৈতন হয়ে পড়েন ওই মহিলা ।

রথবাড়ি মোড়ের স্থানীয় কিছু মানুষজন ওই মহিলাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা  করেন । বর্তমানে ওই মহিলার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + one =