বেসরকারি বাস থেকে পাচার হওয়ার আগেই বিপুল পরিমাণ গাজা উদ্ধার করল চাপড়া থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চাপড়া :: রবিবার ১৬,নভেম্বর :: গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশের বড়সড় মাদক উদ্ধার।আজ সকালে নদিয়ার চাপড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, কৃষ্ণনগর থেকে করিমপুরগামী একটি বেসরকারি বাসে করে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে।

খবর পেয়েই চাপড়া থানার পুলিশ বড় আঁদুলিয়া মোড়ে বাসটিকে আটক করে তল্লাশি শুরু করে।তল্লাশিতে প্রথমে বাসের ভিতর থেকে একটি সাদা ব্যাগ পাওয়া যায়, যা একটি ভাঙা প্লাস্টিকের বালতিতে ঢেকে রাখা ছিল।

ওই ব্যাগ থেকেই উদ্ধার হয় ৮ প্যাকেট গাঁজা। পরে আরও দুইটি ব্যাগ তল্লাশি করে অতিরিক্ত ৮ প্যাকেট গাঁজা উদ্ধার করে চাপড়া থানার পুলিশ।

তল্লাশিতে মোট ১৬ প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে।যার ওজন ৩২ কেজি। উদ্ধার হওয়া গাঁজা পাচারের চেষ্টা হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশ জানিয়েছে, বাসের চালক, কনডাক্টর ও খালাসির সহায়তায় কয়েকজন যাত্রী মিলে এই মাদক পাচারের পরিকল্পনা করেছিল।

সমস্ত আইনানুগ প্রক্রিয়া মেনে মাদক ও ব্যাগগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম বঙ্কিম বিশ্বাস (৪২), বাস কনডাক্টর, অপুর্ব হালদার (৩০), বাস খালাসী, তাহেরুদ্দিন মণ্ডল (৫৮), রজ্জাক হোসেন (৩০), হামিদুল ইসলাম মিঞা (৪০), তরিবা খাতুন (৪৫), প্রবাস বিশ্বাস (৪১) বাসচালক।

কোথা থেকে কোথায় এত পরিমান গাঁজা পাচার হচ্ছিল বা এর সাথে কারা যুক্ত রয়েছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 9 =