নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বসিরহাট :: বৃহস্পতিবার ১৪,আগস্ট :: বেসরকারি ব্যাংকে চাকরি, এবং সাত দিনের মধ্যে চাকরিতে যোগদান করার সুযোগ, বহুল প্রচলিত সংস্থার এমন বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে সদ্য উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রী- দিশানি দে ।
এরপর তাদের কথা মতো প্রয়োজনীয় নথিপত্র পাঠান এবং ধাপে ধাপে ৩০ হাজার টাকা দেন দিশানি দে এর বাবা সুব্রত দে । কিন্তু বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর তাদের প্রতিশ্রুতি মতন কাজ না হওয়ায় দিশানি দে এবং তার বাবা সুব্রত দে সেই সংস্থার সঙ্গে আবার যোগাযোগ করে ।
সেই সংস্থা আবার টাকার দাবি করে । এবার দিশানি দে এবং তার বাবার সন্দেহ হয় । তারা বসিরহাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন । তাদের দাবি এইভাবে বহুল প্রচলিত সংস্থার মাধ্যমে বিজ্ঞাপন দেখে সাধারন মানুষ যেন আর বিশ্বাস না করে । সাধারণ মানুষ যেন আর প্রতারিত না হয় ।