নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ০২,জানুয়ারী :: আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ি অন্তর্গত ডুবুরডিহি পার্কিং সংলগ্ন একটি বেসরকারি মা কালী কোক কারখানার জল ভর্তি চৌবাচ্চায় পড়ে মৃত্যু হল শ্রমিক সুবোধ রায়ের (৪৭)। তিনি ডুবুরডিহি রায়পাড়ার বাসিন্দা।
খবর পেয়ে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। কারখানা সূত্রে জানা গেছে, কোনো কারণে ওই শ্রমিক কারখানার বড় চৌবাচ্চাটির মধ্যে পড়ে যান এবং এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ।
কারখানার তরফে পরিবারকে আর্থিক সাহায্য ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে কারখানা সূত্রে জানা গেছে।

