নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: শনিবার ১,মার্চ :: ঘটনা মুর্শিদাবাদ জেলা সালার থানার অন্তর্গত পূর্ব শেখপাড়া । পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেল নাগাদ বেসরকারি লোন সংস্থার এক আধিকারিক চিন্ময় দে বাড়িতে গিয়ে কিস্তি দেয়ার জন্য চাপ দেয়।
আর সে টাকা না দিতে পারায় লোনের কিস্তি আদায়কারীদের অত্যাচারে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন এক গৃহবধূ। রমরমিয়ে চলছে লোন দেবার নাম করে চড়া সুদের ব্যবসা। যদিও আর বি আই ব্যাংকের কোনো নিয়ম না মেনে চালিয়ে যাচ্ছে তাদের এই ব্যবসা সালারের এই ঘটনা তার জল জ্যান্ত একটা উদাহরণ।
একটা লোন আধিকারিকের এতটা ক্ষমতা আসে কি করে সেটাই এখন বড় প্রশ্ন। লোনের কিস্তির টাকা শোধ দিতে না পারায় আদায় কারীদের অত্যাচারে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন ১ গৃহবধূ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। মৃতের নাম বিউটি বিবি বয়স আনুমানিক চল্লিশ বছর।