বেহাল রাস্তা মেরামতের দাবিতে কাঠের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গাড়ি চালকরা

নিজস্ব সংবাদদাতা :: জয়নগর :: সংবাদ প্রবাহ ::দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের ঠোসা বাজার থেকে কেল্লা পর্যন্ত বেহাল রাস্তা।

দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে বেহালদশা রাস্তার। সমস্যার পথচলতি মানুষ থেকে গাড়ি চালকরা। দীর্ঘদিন রাস্তা মেরামত না হওয়ায় আজ রবিবার সকালে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে গাড়ি চালকরা। তাদের অবরোধের জেরে থমকে যায় যান চলাচল। ঘটনাস্থলে আসে জয়নগর থানার বিশাল পুলিশবাহিনী। গাড়িচালকদের অভিযোগ।জয়নগর ধোষা বাজার থেকে কেল্লা পর্যন্ত দীর্ঘ ২৫ কিলোমিটার রাস্তার বেহাল দশা। দীর্ঘ কয়েক বছর মেরামতি হয়নি রাস্তার।

যাতায়াতের সমস্যায় গাড়িচালক থেকে স্থানীয় বাসিন্দারা। রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে গাড়ী চালক থেকে গ্রামবাসীরা। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 7 =