নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: কৃষ্ণনগরে বেহাল রাস্তার সংস্কারের দাবিতে এলাকাবাসী এবং ব্যবসায়ীদের হয়ে পথে নামলো এসইউসিআই। অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তাধস্তি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে এসইউসিআই কর্মী সমর্থকেরা।
নদিয়ার কৃষ্ণনগরের অত্যন্ত ব্যস্ততম রাস্তা ডি এল রায় রোডের কৃষ্ণনগর সিটি জংশন রোড থেকে ক্ষৌনিশ পার্ক হয়ে পল্লীশ্রী মোড় পর্যন্ত রাস্তা খারাপ হওয়ায় দীর্ঘদিন ধরে যান চলাচল এবং সাধারণ মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। অথচ এ বিষয়ে কোনো হেলদোল নেই প্রশাসনের। এলাকার মানুষের সাথে আজ প্রতিবাদে সরব হয়েছেন এসইউসিআই।
আজ দীর্ঘক্ষণ ওই পথ অবরোধ করে এস ইউ সি আই এর অবরোধের ফলে শহরের ব্যস্ততম রাস্তায় যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। অবরোধ চলাকালীনই পুলিশের সাথে বচসা সৃষ্টি হয় এবং সেখানেই ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে অবরোধকারীরা ।
অবশেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিতে বাধ্য হওয়া এস ইউ সি আই। যদিও এস ইউ সি আই এর দাবি এর আগেও একাধিকবার জেলা প্রশাসনের নজরে আনা হয়েছিল তবুও রাস্তা সংস্কারের বিষয়ে কর্ণপাত করেনি প্রশাসন। শহরের ব্যস্ততম এই গুরুত্বপূর্ণ রাস্তা যদি দ্রুত সংস্কার না হয় আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে এসইউসিআই।