নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শনিবার ২৩,আগস্ট :: বাঁকুড়া জেলা হীরবাঁধ পঞ্চায়েত সমিতি প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের দাবি দ্রুত রাস্তা -সহ কালভার্ট সংস্কারের। প্রশাসনের আশ্বাস উপযুক্ত পদক্ষেপের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহড়ামুড়ি পঞ্চায়েতের ভুবনডিহি থেকে ডিয়াসডিহি পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা কয়েক বছর আগে তৈরি হয়। জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি, বর্তমানে ওই রাস্তার বিভিন্ন জায়গা বেহাল হয়ে পড়েছে। এই রাস্তার মধ্যবর্তী এলাকায় একটি জোড় খালের ওপর নির্মিত কালভার্টের অবস্থাও বেহাল।
এই রাস্তা দিয়ে কাছের বাজার -সহ বাসস্টপ হাতিরামপুর যাতায়াত ডিয়াসডিহি, মাইতিবাঁধ, শরগড়া, মহুলবনা -সহ পাশাপাশি বহু গ্রামের বাসিন্দাদের। এলাকার পড়ুয়ারাও এই রাস্তার ওপর নির্ভর করেই বহড়ামুড়ি হাই স্কুলে যায়। আদিবাসী অধ্যুষিত এই এলাকার বাসিন্দাদের একমাত্র যোগাযোগের ভরসা এই রাস্তা।
বাসিন্দাদের অভিযোগ, বেহাল রাস্তা -সহ ভগ্ন কালভার্টের জেরে বর্তমানে যানবাহন চলাচল বন্ধ। ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় এলাকার পড়ুয়া থেকে সাধারণ বাসিন্দাদের। বাসিন্দাদের অভিযোগ, রাস্তা -সহ কালভার্ট সংস্কারের বিষয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়েও সুরাহা হয়নি।
এবিষয়ে প্রশাসনের হিরবাঁধের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে যোগাযোগ করা হলে কোনো উওর পাওয়া যায়নি।