বেহাল রাস্তা – হেলদোল নেই প্রশাসনের বৃষ্টি এলেই ভোগান্তির শিকার কলেজ পড়ুয়া সহ স্থানীয় মানুষজনেরা ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বাঁকুড়ার জয়পুর ব্লকের ঝোরদীঘি ও কোতুলপুর ব্লকের ফুটিডাঙ্গা হয়ে চাতরা যাওয়ার গ্রামীন রাস্তায় দীর্ঘদিন ধরেই কোনো সংস্কার হয়নি , অথচ এই রাস্তা হয়ে কলেজে পড়তে যায় শতাধিক পড়ুয়া।

পাশাপাশি স্থানীয় ৫ টি গ্রামের মানুষের এই রাস্তা দিয়ে পারাপার করেন। কৃষকদের মাঠের ফসলও বাড়িতে তুলতে হলে এই রাস্তা হয়ে যেতে হয়।স্থানীয়দের দাবি দীর্ঘ দিন ধরে বলা সত্ত্বেও আমাদের এই রাস্তায় কোনো কাজ হয়নি | এই রাস্তাটি দুটি  ব্লকের অন্তর্ভুক্ত একদিকে জয়পুর ,অন্যদিকে কোতুলপুর , এই দুটি  ব্লকেও জানানো হয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ।

সামান্য বৃষ্টি হলেই এই রাস্তা পারাপার করতে নাজেহাল অবস্থায় পড়তে হয় কলেজ পড়ুয়া সহ এলাকার মানুষদের ।তাঁরা চাইছেন এই রাস্তা নতুন করে সংস্কার হোক , এই রাস্তা সংস্কার হলে পাশাপাশি এলাকার মানুষ জনকে ৮ থেকে ১০ কিলোমিটার ঘোরা পথে স্থানীয় কলেজ সহ চাতরা মোড়, রামডিহা, দারাপুর ,কোতুলপুর , যেতে হবেনা । রাস্তা হলে খুব কম সময়ে সহজেই ওই এলাকাগুলিতে পৌঁছনো যাবে ।

এই বিষয়ে জয়পুরের ব্লক সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের তৃণমূল সরকার দীর্ঘ দিন ধরেই গ্রামীন রাস্তার কাজ করে চলেছে , একসাথে সবটা করা সম্ভব হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে। সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আমরা দেখছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =