সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::বারুইপুর :: নিম্নচাপের কারণে দুদিন ধরে টানা বৃষ্টির জেরে বেহাল দশা গোটা দক্ষিণ ২৪ পরগনা । বিশেষ করে সুন্দরবনের উপকূলবর্তী এলাকা । ইতিমধ্যেই বেশ কিছু নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে । বৃষ্টির সাথে ঝোড়ো বাতাসে নদীর জলস্ফীতি বাড়তে শুরু করেছে । ডায়মন্ডহারবার , কাকদ্বীপ এর পাশাপাশি বারুইপুর পুলিশ জেলার বড় কর্তারা ইতিমধ্যেই সব রকম পরিস্থিতির সাথে মোকাবিলা করতে কোমর বেঁধে নেমে পড়েছে ।
বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানান সকাল থেকেই এই পুলিশ জেলার মধ্যে থাকা গোসবা , বাসন্তী , ক্যানিং , কুলতলীতে প্রচার চালানো হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে । মৎস্যজীবীদের সমুদ্রে ও নদীতে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । গোসবা , ঝাড়খালী , কুলতলীতে বেড়াতে আসা পর্যটকদের হোটেল ছেড়ে বার না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
পাশাপাশি উপকূলবর্তী এলাকার মনুষজনকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে । পুলিশ এর পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বিশেষ উদ্ধারকারী দলকেও । মজুদ রাখা হয়েছে অতি প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ।