নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: শুক্রবার ২৮,মার্চ :: ভোট আসে ভোট যায়, সঙ্গে থাকে প্রতিশ্রুতির বন্যা। কিন্তু ভোট শেষ হলে সবাই ভুলে যায়। কাঠের সেতুর বিপদজনক ভগ্ন অবস্থা, সংস্কারের দাবিতেই ছাত্র-ছাত্রী থেকে এলাকা বাসীদের।
উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া ব্লকের কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘোষপুরের কাঠের সেতুটি বেহাল অবস্থা হওয়ায় চরম সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ।
গ্রামের ছাত্র-ছাত্রীরা স্কুলে যাতায়াত করতে হয় এই সেতু পেরিয়েই। হেঁটে গেলও সেতুটা মড়মড় করে। আর সাইকেল কিংবা বাইকে চেপে গেলে তো ভয়ে প্রাণ ওষ্ঠাগত। সেতুর মাঝ থেকে খসে পড়েছে কাঠের অংশ, আবার কোন কোন অংশে ব্যারিকেড ভেঙে জলে মিশে যাওয়ার মত অবস্থা।
কিন্তু এই পথ ছাড়া আর অন্য রাস্তাই বা কোথায়? তাই বাধ্য হয়ে প্রাণ হাতে করে এক প্রকার কাঠের সেতু দিয়ে চলে যাতায়াত।
বর্তমানে ওই সেতুটি কয়েক বছর হয়ে গেল ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। ওই সেতুর উপর দিয়ে প্রতিদিন স্কুল কলেজের ছাত্র ছাত্রী,অসুস্থ রোগী এবং অফিস যাত্রীরা যাতায়াত করে।গ্রামবাসীদের অভিযোগ ভোটের সময় বহু নেতা-নেত্রী আসে প্রতিবারই কথা দেয় সেতুটি তৈরি হবে, ভোট শেষে আর কারোর দেখতে পাওয়া যায় না।