কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বেহাল স্কুলের সারাইয়ের দাবিতে ছাত্র-ছাত্রীরা শনিবার দুপুর বেলা স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্কুল ছাত্র ছাত্রীরা জানিয়েছেন স্কুলে প্রবেশ করতে গেলে ছাতা নিয়ে প্রবেশ করতে হয়। তাছাড়াও ক্লাস করার সময়ও ছাতা নিয়ে ক্লাস করতে হয়। তার কারণ, আইহো উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং অতি পুরাতন।
প্রায় দেড়শ বছরের বেশি পুরনো বিল্ডিং-এর সিলিং -এর বিভিন্ন অংশ থেকে বড় বড় চাঙর মাঝে মাঝেই ভেঙ্গে পড়ছে।বিল্ডিং-এর দেওয়ালের বিভিন্ন অংশে ভার্টিক্যাল ফাটল দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে যেকোনো বড় দূর্ঘটনা ঘটতে পারে।এরফলে ছাত্রছাত্রী, শিক্ষক -শিক্ষিকা -শিক্ষাকর্মী সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছে।
এই বিষয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন মৌখিক ভাবে। আমরা প্রশাসনিক ভাবে ইতি পূর্বেই জানানো হয়েছে।আজকে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায় এবং এই পরিস্থিতির সুরাহা না হওয়া পর্যন্ত ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে ক্লাস বয়কট করবে।এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানাই ।