সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: রবিবার ১৪,ডিসেম্বর :: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে শুরু করলেন ভারতের বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী। শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাত্র ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।
৯টি চার ও ১৪টি ছক্কায় সাজানো তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে শুরুতেই চাপে পড়ে সংযুক্ত আরব আমিরশাহীর বোলাররা।বৈভবের ঝড়ে ভেঙে গেল একাধিক রেকর্ড। মাত্র ৮৪ বলে তিনি ছুঁয়ে ফেলেন ১৫০ রানের গণ্ডি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার নজির (আগের রেকর্ড ১০) ভেঙে নতুন উচ্চতা ছুঁলেন তিনি।
ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তাঁর ১৭১ রানের ইনিংস—শীর্ষে রয়েছেন ২০০২ সালে অম্বাতি রায়ডুর ১৭৭।
যুব ক্রিকেটের ইতিহাসেও জায়গা করে নিলেন বৈভব। এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড (আগে ১২) ভেঙে ১৪ ছক্কা হাঁকান তিনি। শুধু তাই নয়, যুব ওয়ানডেতে প্রথম ব্যাটার হিসেবে পৌঁছে গেলেন ৫০ ছক্কার মাইলস্টোনে। বৈভবের দাপটে প্রথমে ব্যাট করে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫০ ওভারে পাহাড়প্রমাণ ৪৩৩ রান।

