সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৬,এপ্রিল :: সোমবার থেকে শুরু হল বাসন্তী পুজো । মা দুর্গার আরেকটি নাম বাসন্তী। বসন্তকালে মা দুর্গার যে পুজো হয়ে থাকে তাকে বাসন্তী পূজা বলে। মহাসপ্তমীর দিন শুরু হয়েছে মায়ের পুজো। শিলিগুড়ির বেশ কয়েকটি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এই বাসন্তী পুজো।
যার মধ্যে উল্লেখযোগ্য শিলিগুড়ি ১২ নম্বর ওয়ার্ডের বাসন্তী পূজা। এ বছর এই পূজো ২৩ তম বর্ষে পদার্পণ করল। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ জানান ওয়ার্ডের সকল বাসিন্দারা মিলেমিশে এই পুজো করছেন। মহাসপ্তমীতে মায়ের পূজো শুরু হয়েছে চলবে দশমী পর্যন্ত। তবে এবারে পুজো কিন্তু বৈশাখ মাসে হচ্ছে । সাধারণত বসন্তকালে হয়ে থাকে বাসন্তী পুজো। তবে তিথি পড়েছে এবার বৈশাখ মাসে ।সত্যি বৈশাখ মাসে বাসন্তী পূজা হওয়ার বিষয়টি বিরল ঘটনা।