নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: মঙ্গলবার ২৬,আগস্ট :: জম্মু-কাশ্মীরের কত্রার বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ ধস নেমে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৪ জন আহত হয়েছেন।স্থানীয় প্রশাসন জানিয়েছে, পাহাড়ি পথে হঠাৎ মাটি ও পাথর নেমে আসে। তীর্থযাত্রীরা সেই সময় মন্দিরের পথে ছিলেন। ধসে চাপা পড়েই কয়েকজনের মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে কাটরা ও শ্রী মাতা বৈষ্ণোদেবী নারায়ণা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রেসকিউ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার কাজ শুরু করেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জম্মু-কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থে আপাতত যাত্রা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।