নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১৯,ফেব্রুয়ারি :: পূর্ব নেবর্ধমার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাতলা এক পঞ্চায়েতের অন্তর্গত হবৈষ্ণবপাড়া এলাকায় একমাস ধরে নিখোঁজ থাকার পর অবশেষে জমির মধ্যে থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদে।সেই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।

তবে তাদের দাবি সে আত্মহত্যা করতে পারে না। তার মৃত্যু নিয়ে ছড়িয়েছে রহস্য। পূর্বস্থলী থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করে ।