নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: বুধবার ২১,আগস্ট :: আর জি করের সেই অভিশপ্ত রাতে অভিশপ্ত স্মৃতি নিয়ে মঙ্গলবার রাত নামতেই নবদ্বীপের মায়াপুর বামন পুকুরে অগণিত কলেজ পড়ুয়া স্কুল ছাত্র-ছাত্রীরা মশাল হাতে রাস্তায় নামে সুবিচার পাওয়ার আশায়।।
এই মিছিল বামুনপুকুর বাজার থেকে শুরু হয়ে বামুনপুকুর বাজারেই ফিরে আসে।। এদিন ছাত্র-ছাত্রীদের গলায় ছিল স্পষ্ট প্রতিবাদের ঝাঁজ, ছাত্র-ছাত্রীদের একটাই কন্ঠ সুবিচার দিতে হবে খুব তাড়াতাড়ি।।
আরজি করের মেধাবী ডাক্তারি ছাত্রী মৃত্যুর প্রতিবাদ ক্রমেই পশ্চিমবাংলা ছাড়িয়ে ভারত বর্ষ জুড়ে আন্দোলন দীর্ঘায়িত হয়েছে।সমাজের শিক্ষিত মানুষজন থেকে দিন মজুর সবাই এই প্রতিবাদে গলা মিলিয়েছে ।