নিজস্ব সংবাদদাতা :: ভাটপাড়া :: সংবাদ প্রবাহ :: বোর্ড মিটিং ঘিরে বৃহস্পতিবার বেলায় উত্তেজনা ছড়াল ভাটপাড়া পুরসভায়। এদিন পুরসভার বি ও সি রুমে বোর্ড মিটিং ডাকা হয়েছিল।
বোর্ড মিটিং শুরুর পরেই ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউতের সঙ্গে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ সাউয়ের মধ্যে তীব্র বচসা বেধে যায়। বচসা প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায়। একে অপরের বিরুদ্ধে তেড়ে যাওয়ার চেষ্টা করে। অন্যান কাউন্সিলরদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও গন্ডগোলের কারন নিয়ে কেউ মুখ খুলতে চায়নি। উত্তেজনার খবর পেয়ে পুরসভা কম্পাউন্ডে এসে হাজির ভাটপাড়া থানার পুলিশও। সূত্র বলছে, টেন্ডার নিয়ে দুজনের কাজিয়ায় বোর্ড মিটিংয়ে উত্তেজনা ছড়ায়। যদিও উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষের দাবি, বোর্ড মিটিং শুরুর আগে আলোচনার সময় ২১ জুলাই উপলক্ষে প্রস্তুতি সভার জায়গা নিয়ে মতবিরোধ হয়েছিল। কিন্তু হাতাহাতি হয়নি।