নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: শুক্রবার ০২,জানুয়ারী :: বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি আইটি সেলের ইনচার্জ ষষ্ঠীচরণ দে’র উপর হামলার ঘটনা ঘিরে চাঞ্চল্য বীরভূমে। বোলপুরের কঙ্কালীতলা এলাকায় দিনের আলোয় তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
ঘটনায় তিনি গুরুতর আহত হন। নাক ও মুখে আঘাত লাগে এবং বর্তমানে তাঁকে সিয়ান হাসপাতালে ভর্তি । সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। লাভপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভাকে কেন্দ্র করে নিজের এলাকায় বিজেপির পতাকা লাগানোর ঘটনাকে কেন্দ্র করেই এই আক্রমণ।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপি বীরভূম জেলা পুলিশের কাছে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। পাশাপাশি, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে বিজেপি নেতৃত্ব। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

