নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: বৃহস্পতিবার ৪,সেপ্টেম্বর :: বীরভূমের বোলপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বোলপুর থানার অন্তর্গত বিবেকানন্দ পল্লী ক্যানেল পাড় এলাকায়। মৃত যুবকের নাম রোহিত সাউ, বয়স ২৩ বছর।সকালে পাড়ার পুকুরপাড়ের একটি বসার মাচায় হাঁটু গেড়ে বসা অবস্থায় রোহিতের দেহ দেখতে পান স্থানীয়রা। মুহূর্তে ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, রোহিতের সঙ্গে স্থানীয় এক মহিলার সম্পর্ক ছিল এবং সেই মহিলাই ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে।
পুলিশ দেহ উদ্ধার করতে গেলে প্রথমে বাধার মুখে পড়ে, পরে তদন্তের আশ্বাস দিলে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বোলপুর মহকুমা হাসপাতালে। সূত্রের দাবি, অভিযুক্ত মহিলার আগেও দুটি বিয়ে হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার তদন্তে নেমেছে বোলপুর থানার পুলিশ।