নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: মঙ্গলবার ১৭,ডিসেম্বর :: শান্তিনিকেতন থানার অন্তর্গত শান্তিনিকেতনের হোটেল ব্যবসায়ীদের নিয়ে শান্তিনিকেতন থানায় একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। মূলত এই আলোচনা বিষয়বস্তু হাতেগোনা মাত্র আর কয়েকটা দিন তারপরে শুরু হয়ে যাবে ঐতিহ্যবাহিত শান্তিনিকেতন পৌষ মেলা।
এই পৌষ মেলাতে হোটেল ব্যবসায়ীদের কাছ থেকে কিভাবে হোটেল বুক করবেন সে বিষয়ে আলোচনা হয়। এছাড়াও কিভাবে শান্তিনিকেতন পৌষ মেলাতে হোটেল গুলো কিভাবে নিরাপত্তা থাকবে সেই সবই নিয়ে হয়ে গেল আলোচনা সভা।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগারওয়াল এছাড়া আরও ছিলেন শান্তিনিকেতন থানার ওসি কস্তুরি মুখার্জি সহ অন্যান্য আধিকারিক বৃন্দ, শান্তিনিকেতনের হোটেল মালিক পক্ষরা।