নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: মঙ্গলবার ৩০,এপ্রিল :: ১৮ তম লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে গোটা দেশ জুড়ে। ইতিমধ্যেই দ্বিতীয় পর্বের ভোট সাঙ্গ হয়েছে বেশ কিছু আসনে। অন্যান্য আসনের প্রার্থীরাও তীব্র গরমের দাবদহকে পিছনে ফেলে চূড়ান্ত পর্যায়ের ভোট প্রচারে ব্যস্ত।আর তারই মধ্যে সকল কর্মী সমর্থকদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল আজ।
এদিন বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক কর্মী সম্মেলনের আয়োজন করেছিলেন।সকল ভোট কর্মীদের নিয়ে। এই সম্মেলনের একটাই উদ্দেশ্য ছিল কিভাবে অসিত মাল এবং শতাব্দী রায় কে জেতানোর বিষয়ে,ওয়েবকুপা বলে তৃণমূলের যে শিক্ষক সংগঠন রয়েছে সেই শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন ।
যেখানে উপস্থিত ছিলেন শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন প্রলয় নায়েক, অসিত মাল, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্না ঘোষ, ডেপুটি স্পিকার আসিস বন্দ্যোপাধ্যায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ বিশিষ্ট ব্যক্তিত্বরাও।