বোলপুর-নানুর সিয়ান হাসপাতাল সংলগ্ন রাস্তায় পথ অবরোধ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: রাস্তার সংস্কার দাবিতে বোলপুর -নানুর সিয়ান হাসপাতাল সংলগ্ন রাস্তায় অবরোধ চলছে সকাল থেকে চাঞ্চল্য এলাকায়। বোলপুর নানুর রাস্তার উপরে অবস্থিত বোলপুর মহকুমার একমাত্র সুপার স্পেশালিস্ট হসপিটাল।

সেই হসপিটাল যাওয়ার একমাত্র রাস্তা খানাখন্দে ভরা। তার ফলে চিকিৎসার জন্য হাসপাতালে আসা রোগীদের চূড়ান্ত ভোগান্তি’র সম্মুখীন হতে হচ্ছে প্রতিদিনই।

দীর্ঘদিন আগে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়েছিল। কিন্তু রাস্তা সংস্কারের কাজ থমকে গিয়েছে। তার ফলে এই রাস্তায় দূর্ঘটনায় প্রাণ গেছে বাইক আরোহী’র। এ ছাড়া নিত্যদিনের ছোটখাট দুর্ঘটনা তো লেগেই রয়েছে।সাধারণ মানুষ থেকে রোগীর পরিবার আত্মীয়স্বজন এবং গাড়ির চালক সকলে রাস্তাটি দ্রুত সংস্কার চাইছেন।

বোলপুর মহকুমার সহ পূর্ব বর্ধমান জেলা কেতুগ্রাম ,আউসগ্রাম, মঙ্গলকোট এলাকা থেকে প্রচুর মানুষ প্রতিদিন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন।

এছাড়া বীরভূম লাগোয়া মুর্শিদাবাদ থেকেও রোগীরা এখানে চিকিৎসা করাতে আসেন। বোলপুর থেকে নানুর যাওয়ার রাস্তার ওপরে সিয়ান গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে এই মহকুমা হাসপাতাল।

কিন্তু রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছিল পূর্ত দপ্তরের তরফে তা প্রায় দু’বছর ধরে এই রাস্তা সংস্কার কাজ থমকে রয়েছে। বিশেষ করে হার্ট এবং ডেলিভারি পেশেন্ট দের প্রচন্ড অসুবিধা মধ্যে পড়তে হচ্ছে।

কিছু জায়গায় এমন অবস্থা হয়েছে যে যেখানে রাস্তার অন্য গাড়িকে জায়গা দিতে গিয়ে দুর্ঘটনায় কবলে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে।এই কারণেই এলাকাবাসীরা পথ অবরোধ করেই প্রতিবাদ জানাচ্ছেন।

আগে পথ অবরোধের সময় সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী প্রতিশ্রুতি দিয়েছিলেন সংস্কার কাজ দ্রুত শুরু হবে কিন্তু এখনো তা শুরু করা হয়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =