নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: সোমবার ২২,সেপ্টেম্বর :: রাতের অন্ধকারে হঠাৎ চাঞ্চল্য বোলপুর-বর্ধমান জাতীয় সড়ক ১১৪ নম্বর রোড সংলগ্ন বলগোনা মোড়ে। রবিবার রাতে জাতীয় সড়কের উপর একটি অজগর সাপ দেখতে পান পূর্ব বর্ধমান জেলার,গুসকরা আউটপোস্টের ডিউটি অফিসাররা।
ডিউটি অফিসার প্রসেনজিৎ পাল, যিনি সাপ ধরার প্রশিক্ষণপ্রাপ্ত, তিনি নিজে উদ্যোগ নিয়ে অজগরটিকে নিরাপদে ধরে বস্তাবন্দি করেন। পরবর্তীতে খবর দেওয়া হয় আউশগ্রাম বনদপ্তরকে। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, আচমকা জাতীয় সড়কে অজগর সাপ দেখা যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে পুলিশ ও বনদপ্তরের তৎপরতায় অজগরটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।