নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২৩,জুলাই :: বোলপুর মহকুমা হসপিটালে ফের চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত এক শিশুর মৃত্যু হয় । বোলপুর মহকুমা হসপিটালে বারংবার একই ঘটনা ঘটে চলেছে। কি ?
না ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতি অভিযোগ এবং হাসপাতালে কর্মরত নার্স ও অন্যান্য কর্তব্যরত হাসপাতালে কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দুর্ব্যবহারের জন্য।
হাসপাতালে নার্স কর্মীদের ব্যবহারে সন্তুষ্ট নন রোগীর পরিবারের লোকজনেরা। সেই একই অভিযোগ ডাক্তার ঠিকঠাক রোগের চিকিৎসা করছেন না এবং নার্স ও হাসপাতালে কর্মীরা
রোগীসহ পরিবার-পরিজনদের সঙ্গে খারাপ আচরণ করছেন বারংবার। এর আগেও এই নিয়ে আমরা খবর পরিবেশন করেছিলাম কিন্তু আজ ফের একই ঘটনা ।
রোগীর পরিবার-পরিজনদের অভিযোগ যথাযথ নার্স, ডাক্তার ও হাসপাতালে কর্মীদের উপযুক্ত শাস্তি চাই। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ প্রশাসন রোগী পরিবার-পরিজন ও হাসপাতালে কর্মরতদের সঙ্গে কথা বলছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন। এই ঘটনায় পুলিশ প্রশাসন পূর্ণ তদন্ত করছে।