নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: শনিবার ৩,আগস্ট :: প্রবল তীব্র দাবদহ চলছিল গোটা রাজ্যজুড়ে, কিন্তু গতকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে রাজ্যে বিভিন্ন জায়গায় এই বৃষ্টিপাতের জেরে বোলপুর শহর তথা আশেপাশে এলাকায় জল জমে গেছে বিস্তীর্ণ এলাকা।
এরমধ্যে শান্তিনিকেতন এলাকায় গোয়ালপাড়ায় যে কোপাই নদী রয়েছে তার জলস্তর এতটাই বেড়ে গেছে যে গোটা এলাকা জল আর জল। কোপাই নদীর উপরে যাতায়াতের জন্য বোলপুর থেকে কসবা ও সিউড়ি যাওয়ার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজটি এখন জলের তলায়।
এর ফলে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোন অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে প্রশাসনিক পক্ষ হইতে। বৃষ্টিপাতের ফলে এখন চারিদিকে জল আর জল। অন্যদিকে আরেকটি চিত্র ধরা পড়ল ৫১ পীঠের অন্যতম পিঠ কঙ্কালীতলা সেই কঙ্কালীতলা কোপাই নদীর জলের তলায় এখন।