নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালবাজার :: বৃহস্পতিবার ১৫,মে :: মাল ব্লকের তেশিমিলা গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পুত্রবধূর হাতে খুন হয়েছেন কাকা শ্বশুর। মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ ওরাও (বয়স ৭০)।
ঘটনা ঘটেছে বুধবার রাতে। প্রতিবেশীদের দাবি, বিশ্বনাথ ওরাও ও তাঁর পুত্রবধূ চিন্তামণি ওরাও-এর মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা শুরু হয়, যা ক্রমে হাতাহাতিতে রূপ নেয়। এরপর বিশ্বনাথবাবু নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন।
পরদিন সকালে নাতনিরা লক্ষ করে যে দাদু এখনও ঘুম থেকে ওঠেননি—যা তাঁর স্বাভাবিক আচরণ নয়। সন্দেহ হওয়ায় ঘরে গিয়ে দেখা যায়, বিছানায় নিথর দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় মালবাজার থানায়।
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত বৌমা চিন্তামণি উড়াওকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে তদন্ত চলছে, এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।