বৌমা ও নাতির মারে মৃত্যু হল এক বৃদ্ধার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তুফানগঞ্জ :: শুক্রবার ২৮,মার্চ :: বৌমা ও নাতির মারে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ মহকুমা নাককাটি গাচ্ছ গ্রাম পঞ্চায়েত বড়ই তলা এলাকা। ঘটনায় তিনজনকে আটক করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। মৃত বৃদ্ধার নাম লীলা বিশ্বাস ( ৬০) ।

পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে বৃদ্ধার বৌমা ও নাতি মিলে মারধর করে যার ফলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা লীলা বিশ্বাস কে তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় ।

বৃদ্ধার মেয়ে পূর্ণিমা বসাকের অভিযোগ গতকাল রাতে তার ভাই বাড়িতে ছিল না সেই সময় তার ভাই বউ ও তার নাবালক ছেলে তার মাকে বেধড়ক মারধর করে। এরপর এই হাসপাতালে ভর্তি করে। পার্বতী তিনি খবর পেয়ে হাসপাতালে এসে দেখে তার মৃত্যু হয়েছে। ঘটনায় তিনি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে ।

পুলিশ সূত্রে জানা যায় মৃত দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে তুফানগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − five =