নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৭,জুলাই :: সরকারি জায়গায় ব্যক্তিগত ব্যবসা করার অভিযোগ।উঠেছিলো কিছুদিন আগেই বর্ধমান শহরের সুভাষপল্লী রোড রসিকপুর এলাকায়।আর সেই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসলো পৌর প্রশাসন ।সঙ্গে ছিলেন বিধায়ক খোকন দাস।
পৌর প্রশাসকের নির্দেশের পরেই সেই সরকারি জায়গা তড়িঘড়ি খালি করে দিলো ব্যাবসায়ী।যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি জায়গা দখলমুক্ত করতে উদ্যগী হন ।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই ওই এলাকায় দুই বছর যাবত সরকারি জায়গায় ভাড়া দিয়ে রমরমিয়ে ভাঙা কাবাড়ি ব্যবসা করছিলেন এক বয়স্কা মহিলা। তাজ্জব কান্ড সেই ভাড়া আবার হজম করছিলেন স্থানীয় তৃণমূল নেতা । অভিযোগ করেছেন খোদ ব্যবসায়ী মেহেরুন্নেসা শেখ। অভিযুক্ত তৃণমূল নেতার নাম বান্টি বলে জানা গেছে।