ব্যবসায়ী খুনে অধরা অভিযুক্তরা , প্রতিবাদে রাস্তা অবরোধ এলাকাবাসীদের

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: নরেন্দ্রপুর :: সোমবার ৪,সেপ্টেম্বর :: সপ্তাহ কেটে চলল। নরেন্দ্রপুরে যুবক খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। আর এরই প্রতিবাদেই রবিবার রাতে কামালগাজি মোড় অবরোধ করলেন মৃতের পরিবারের সদস্য ও পাড়ার লোকজন। প্রায় ঘণ্টা দেড়েকের বেশি সময় ধরে চলে বিক্ষোভ।

যার জেরে সোনারপুর, বারুইপুর, রাজপুর যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। নরেন্দ্রপুর থানার পুলিস অবরোধ তুলতে গেলেও রাজি হননি আন্দোলনকারীরা। পরে বারুইপুর পুলিস জেলার পদস্থ কর্তারা গিয়ে আলোচনার আশ্বাস দেন। তারপরই অবরোধ উঠে।

গত সোমবার রাতে বাড়ি ফেরার পথে গুলি করে খুন করা হয়েছিল শাহিদ মণ্ডল নামে ওই যুবককে। তারপর কেটে গিয়েছে বেশ ক’দিন। একজনকেও গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ তৈরি হয়েছে পরিবারের মধ্যে। তারই বহিঃপ্রকাশ ঘটে এদিন। কয়েকশো মানুষ কামালগাজি মোড়ে এসে বসে পড়েন।

পুরুষদের পাশাপাশি মহিলারাও অবরোধ কর্মসূচিতে অংশ নেন । তাঁদের একটাই প্রশ্ন, কেন এতদিনেও কাউকে গ্রেপ্তার করা গেল না! খবর পেয়ে নরেন্দ্রপুর থানার আইসি এবং অন্যান্য পুলিস আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা কোনও কথা শুনতেই রাজি হননি।

আন্দোলনকারীদের দাবী পুলিস সুপারকে আসতে হবে। এদিকে, অবরোধের ফলে ট্রাফিক ব্যবস্থা কার্যত মুখ থুবড়ে পড়ে ওই চত্বরে। রবিবার বলে অফিস যাত্রীদের চাপ ছিল না। শেষমেশ পদস্থ পুলিস কর্তাদের সঙ্গে আলোচনায় রাজি হন আন্দোলনকারীরা। তারপরই রাস্তা থেকে উঠে যান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 7 =