নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলপি :: শনিবার ২৮,ডিসেম্বর :: ব্যাংক থেকে টাকা তুলে বেরোনোর মুখে পঞ্চাশ হাজার টাকা চিন্তাই করে নিল দুষ্কৃতী ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্তপুরে একটি রাষ্ট্র ব্যাংকের |খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলপি থানার পুলিশ।
ঘটনার সূত্রে জানা যায় ওই এলাকার ১ গৃহবধূ এবং তার শাশুড়ি জায়গা বিক্রির টাকা তুলতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যায় নিশ্চিন্তপুর শাখায়। ব্যাংক থেকে টাকা নিয়ে যখন বাইরে বসে গুনছিল হঠাৎ এক যুবক হাত থেকে কেড়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।