নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ৩,ডিসেম্বর :: ব্যাটরা থানা থেকে ১০০ মিটার দূরে ভোলানাথ কবিরাজ লেনে বোমা ফেটে জখম শিশু। জানা গেছে ওই সময় মাঠে ব্যাডমিন্টন খেলছিল বেশ কয়েকজন কচিকাঁচা। হঠাৎ মাঠের ধারে পড়ে থাকা একটি বোমকে মাটিতে ঠুকে দিলে বোমটি ফেটে যায়।
এই ঘটনায় গুরুতর জখম হয় ৯ বছরের রৌসন সিং। তার ডান হাতে এবং ডান চোখে গুরুতর জখম হয়। তাকে আশঙ্কাজক অবস্থায় ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কে বা কারা এই বোমা রেখেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে ব্যাটরা থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা।

