নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: রবিবার ১৪,ডিসেম্বর :: সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ব্যান্ডেল–কোদালিয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে ব্যান্ডেল মোড়ে অনুষ্ঠিত হল সিপিআইএমের পথসভা।![]()
উত্তরবঙ্গ থেকে কামারহাটি পর্যন্ত চলা ‘বাংলা বাঁচাও যাত্রা’ ব্যান্ডেল মোড় অতিক্রম করার সময় সিপিআইএমের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
উপস্থিত ছিলেন কমরেড মীনাক্ষী মুখার্জি-সহ দলের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। ব্যান্ডেল মোড় থেকে খাদিনা মোড় হয়ে চন্দননগর পর্যন্ত হেঁটে, বাইক ও বাসে পরিক্রমা করে যাত্রা এগোয়। পরে চন্দননগরে পায়ে হেঁটে মিছিলে যোগ দিয়ে সমাবেশে অংশ নেন কমরেড মীনাক্ষী মুখার্জি।

