ব্যারাকপুরের ভিকি যাদব খুনের ঘটনায় উঠে এলো অঙ্কিত কুমার সিং রহিস আলির নাম।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::  ব্যারাকপুর  :: শনিবার ২৫,নভেম্বর ::   ভিকি যাদব খুনের ঘটনায় উঠে এলো অঙ্কিত কুমার সিং রোহিষ আলি এর নাম। বারাকপুর ডিটেকটিভ অফিসে অলোক রাজারিয়া সাংবাদিক সম্মেলন করে বলেন ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিল এই দুইজন।
জগদ্দল শ্যুট আউট কাণ্ডে অঙ্কিত কুমার সিং ওরফে রিংকু এবং রাহিস আলী নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনেই ভাটপাড়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। গত ২২ শে নভেম্বর ভর সন্ধ্যে বেলায় ভাটপাড়া পৌরসভার অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডের গুপ্তা বাগান এলাকায় পুরানী ক্লাবের পাশে রিকি যাদব নামে তৃণমূল কর্মীকে বাড়ির সামনে গুলি করে দুজন দুষ্কৃতী।
বাইকে চেপে ওই দুজন দুষ্কৃতী আসে। কথা বলতে বলতে ভিকি যাদবকে লক্ষ্য করে গুলি করে এলাকা থেকে চম্পট দেয় তারা। আনুমানিক ১১ থেকে ১২ রাউন্ড গুলি চালায় বাইকে থাকা ওই তিনজন দুষ্কৃতী। কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে তৃণমূল কর্মী ভিকি।
তৎক্ষণাৎ তাকে স্থানীয়রা উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার ক্রমশ অবস্থার অবনতি হয়। সাথে সাথে সেখান থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানাতরিত করা হয়। পরবর্তীতে তার মৃত্যু হলে এলাকা জুড়ে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =