নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাকপুর :: শনিবার ২৬,অক্টোবর :: খবরে প্রকাশ ওই মহিলা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাই বলে নিজের মেয়েকে খুন করবেন! ঘটনাটি ঘটেছে বারাকপুরে। জানাগিয়েছে, শুক্রবার স্কুল ছুটি থাকায় বাড়িতেই ছিল রাজন্যা।
অফিসে যাননি বাবা ইন্দ্রজিৎ ঘোষও। দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন মা কবিতা ঘোষ। পাশের ঘরে ঘুমাচ্ছিলেন বাবা ইন্দ্রজিৎ।
বিকেলে ঘুম থেকে উঠে স্ত্রীর ঘরের দরজা খুলতে গিয়ে তিনি দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকা ডাকিতেও দরজা খোলেননি স্ত্রী। কিছু একটা অঘটন ঘটেছে বুঝে প্রতিবেশীদের ডাকেন ইন্দ্রজিৎবাবু। প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঘরে ঢোকেন। আর তার পরেই সামনে আসে সেই ভয়ঙ্কর দৃশ্য। এমন ঘটনা ঘটতে পারে তা কেউ কল্পনাও করতে পারেন নি।
প্রতিবেশীরা দ্রুত মেয়েকে বি এন বসু হসপিটালে নিয়ে গেল ডাক্তার জানান, মেয়েটি মৃত। প্রাথমিক অনুমান কিশোরীকে শ্বাসরোধ করে খুন করেছেন। ঘরে আর কেউ না থাকায় মায়ের বিরুদ্ধেই খুনের অভিযোগ ওঠে। এর পর টিটাগড় থানায় গিয়ে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ইন্দ্রজিৎবাবু।
সঙ্গে সঙ্গে বাড়িতে পৌঁছে পুলিশ কবিতা ঘোষকে গ্রেফতার করে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বারাকপুরের পুরপ্রধান উত্তম দাস। তিনি বলেন, ‘মায়ের বিরুদ্ধেই মেয়েকে খুন করার অভিযোগ উঠেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কী ভাবে হল সেটা পুলিশ খতিয়ে দেখবে।’