নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ৩,মার্চ :: যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরে আক্রমণের রেষ এসে পড়ল দুর্গাপুর স্টিল টাউনশিপের হর্ষবর্ধন রোডে বামপন্থীদের সেক্টর অফিসে।
অভিযোগ দুর্গাপুর নগর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পল্লব নাগের নেতৃত্বে শনিবার রাতে নাগাদ আচমকাই এই সেক্টর অফিসে বসে থাকা প্রবীণ বামপন্থী মানুষদের ওপর আক্রমণ চলে ।
অভিযোগ তাদেরকে মারধরের পাশাপাশি মদ্যপ অবস্থায় পল্লব নাগের দলবল চেয়ার টেবিল ভাঙচুর করে এবং শেষমেষ ওই সেক্টর অফিসে তালা ঝুলিয়ে দেয়।
যদিও পল্লব নাগের পাল্টা দাবি, ওই অফিসে কয়েকজন তাস খেলার মাধ্যমে জুয়া খেলার আসর বসায়। এলাকার মানুষ তার প্রতিবাদ করে। আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে এই প্রতিবাদকে সমর্থন করেছি।
এই আক্রমণের জেরে বেশ কয়েকজন প্রবীণ বামপন্থী মানুষ আহত হয়েছেন বলে অভিযোগ করেন সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু। সূত্রের খবর, আজ রবিবার এর প্রতিবাদে দুর্গাপুর থানা ঘেরাও করা হবে।