নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: ব্রিজ ভেঙ্গে হুড়মুড়িয়ে পড়ল ইলেকট্রিক পোল বোঝাই লরি। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটের কাশিয়াডাঙা এলাকায়। ঘটনায় কেউ হতাহত না হলেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এলাকার।
এলাকা দিয়ে বয়ে চলা কাশিয়াখাড়ির উপর নির্মিত ওই ব্রীজের উপর দিয়ে এদিন সকালে ইলেকট্রিক পোল বোঝাই একটি লরি পারাপার হচ্ছিল। সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রীজটি। এলাকায় বিকল্প কোন রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।